টাঙ্গাইল: টাঙ্গাইলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রধান আসামীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। মঙ্গলবার দুপুরে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের সন্তোষ মাদারখোলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/০৩) এর ৯(১)/৩০ তৎসহ পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ ধারায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা আক্তার জুমুকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। ধর্ষক সোহেল রানা সন্তোষ মাদারখোলা এলাকার সামাদের ছেলে।
ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করে।
পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মডেল থানায় সোর্পদ করা হয়।
পিবিএ/এমআর/এফএস