টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সব কয়টি কামারপল্লী। দিন রাত ব্যস্ত সময় পার করছেন কামাররা। ঈদ যতই ঘনিয়ে আসছে সাথে সাথে বাড়ছে তাদের ব্যস্ততাও। লোহার তৈরি নতুন দা, চাপাতি, ছুরি, বটি তৈরির পাশাপাশি চলছে পুরনোগুলোতে শান দেওয়ার কাজ। ছবিটি রোববার উপজেলার গোবিন্দসী স্কুল রোডের সাহেব খাঁ কর্মকারের কামারশালা থেকে তোলা। রোববার, ০৪ আগস্ট। পিবিএ/সৈয়দ সরোয়ার সাদী রাজু

আরও পড়ুন...