ডেঙ্গুতে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় কর্মস্থলে থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হলে বৃহস্পতিবার নোয়াখালীর নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে অবস্থার অবনতি হলে শুক্রবার (২ আগস্ট) সকালে তাকে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়।।

নিহত রেলওয়ে কর্মচারীর নাম মোশাররফ হোসেন রাজু (৩০)। সে নোয়াখালী সদর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

নিহতের ভাই পিবিএ’কে জানান, ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়েতে ‘কুক কাম বিয়ারার’ পদে চাকুরী করতেন। কয়েকদিন ধরে জ্বর জ্বর বোধ করলে শুক্রবার সকালে নোয়াখালী ফাহিম হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নোয়াখালী প্রাইম হাসপাতাল কতৃপক্ষ পিবিএ’কে মোশাররফ হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

পিবিএ/রহমত উল্যাহ/এমএসএম

আরও পড়ুন...