পিবিএ,ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করতে রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার আরও ১০টি নতুন বুথ চালু হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় বুথগুলো স্থাপন করা হয়েছে। এর আগে করোনা শনাক্ত করতে ঢাকায় ১৮টি নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক লাইন ডিরেক্টর ডা. সমীর কান্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নমুনা সংগ্রহ কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. সমীর কান্তি বলেন, নমুনা সংগ্রহ নিয়ে মানুষের হয়রানি ও নানামুখী সংকট কাটাতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একাধিক বেসরকারি সংস্থার সহায়তায় এ বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাসহ সারা দেশেই টেস্টিং ল্যাবের সংখ্যা একে একে বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ঢাকায় টেস্টিং ল্যাব চালু হয়েছে ১০টির বেশি। সেইসঙ্গে মানুষকে যাতে ঝুঁকি নিয়ে এসব ল্যাবে নমুনা দিতে যেতে না হয় সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কয়েকটি বেসরকারি সংস্থার সহায়তায় রাজধানীতে ইতিমধ্যে ৩০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে।
এর মধ্যে গত মাসেই আটটি বুথ চালু হয়েছে জানিয়ে ডা. সমীর কান্তি বলেন, জেকেজি ও ওভাল গ্রুপ ওই সব বুথ বসিয়ে কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া ড্রাগ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুথ বসানোর জন্য সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ২০টি বুথ বসানো হয়েছে ঢাকায়। গতকাল সোমবার পর্যন্ত তাদের ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
আজ আরও ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের এই কর্মকর্তা। তিনি বলেন, নারায়ণগঞ্জে আরও দুটি বুথ বসানো হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এমন বুথ স্থাপন করা হবে।
পিবিএ/এএম