ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে!

smriti

পিবিএ ডেস্ক : তখন ভারতে মোদির সরকার ২০১৯ সালের অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করেছে লোকসভায়। সারাদেশের দৃষ্টি তখন রাজধানী দিল্লিতে। নেতা, মন্ত্রী, সাংসদদের ভিড় লোকসভায়। স্বাভাবিক নিয়মেই মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয় বাজেটে। এই মধ্যাহ্ন ভোজে অনেক মহিলা সাংসদও একসঙ্গে জড়ো হন। একই সঙ্গে দলবেঁধে খেতেও যান। আকালি দলের সাংসদ হরসিমরত কৌর তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাজেটের সময়ের ওই স্বল্প বিরতিতেই মহিলা সাংসদরা মিলে বেশ নেচে নিয়েছেন কয়েক দফা! হরসিমরত কৌর ছাড়াও ভারতীয় জনতা পার্টির মহিলা সাংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী ও সাংসদ কিরণ খেরও উপস্থিত ছিলেন সেই সময়। স্মৃতি, হরসিমরত ও কিরণ খের মধ্যাহ্নভোজের বিরতিতে এক অন্যের হাত ধরে গিদ্দা নাচ করছেন। বাজেটের চাপের মাঝেও তাদের এই নাচের অবসরের ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে গিয়েছে।

হরসিমরত কৌর, স্মৃতি ইরানী ও কিরণ খের ছাড়াও মধ্যাহ্নভোজের সময় আপনা দল পার্টির সাংসদ সদস্য অনুপ্রিয়া প্যাটেল, ডিএমকের কানিমোঝি এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও উপস্থিত ছিলেন। হরসিমরত কৌর এই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘জীবন গতকাল দুপুরে নিজের জাদু দেখিয়েছে। নৈমিত্তিক মধ্যাহ্নভোজেও শৈশবের স্মৃতি চাগাড় দিল।’ এই ভিডিওটি ৫৬ হাজার মানুষ ইতিমধ্যেই দেখেছেন, হাজার হাজারে মন্তব্যও করেছেন সাধারণ মানুষ।

অনেকেই এই ভিডিও দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। বলেছেন, ‘ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। চলচ্চিত্রে কাজ করা মানুষ এরা। তাই পার্লামেন্টেও নাচতে শুরু করেন এরা। ’

পিবিএ/ জিজি

আরও পড়ুন...