পিবিএ ডেস্ক: সঙ্গীতশিল্পী তাহসান খানের নতুন গানের মডেল হলেন সিনথিয়া ইয়াসমিন। ভারতের সিকিমের বিভিন্ন লোকেশনে গল্পনির্ভর গান-ভিডিও’র শুটিং শেষ হয়েছে কদিন আগে।
চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ খ্যাত সিনথিয়া এর আগে আরফিন রুমি, কাজী শুভ, মাহতিম সাকিব, জাহেদ তানভীরের গানের মডেল হয়েছিলেন। তবে এবারই প্রথম তাহসানের গানের ভিডিওতে দেখা যাবে তাকে।
সিনথিয়ার ভাষ্য, তাহসান ভাই আমার পছন্দের শিল্পী। যে গানের মডেল হয়েছি, সেটি শুনেই ভালো লাগে।
সিনথিয়া অভিনীত তাহসানের এ গানটির নাম ‘আমি ভালো আছি’। সিনথিয়ার সঙ্গে ভিডিওতে দেখা যাবে মডেল ইমরান খানকে। সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগির ‘আমি ভালো আছি’ গানটি প্রকাশ পাবে।
সিনথিয়া আরও বলেন, সিকিমে প্রথম কাজ করলাম। নভেম্বরের শুরুর দিকে শুটিং করেছি। সেখানকার পরিবেশ ছিল প্রচণ্ড প্রতিকূল। তার মধ্যেই কাজ করতে হয়েছে।
তিনি বলেন, ভিডিওতে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। দেখা যাবে আমি পরকীয়ায় জড়িয়ে যাই। গল্পটা সুন্দর, নতুনত্ব আছে। কাজটি প্রকাশের অপেক্ষায় আছি।
পিবিএ/বিএইচ