দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের জানাযা সম্পন্ন

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার ওয়েষ্টার্ণকেপ প্রদেশের বেফুর্ট ওয়েস্ট শহরের লোকানকা নামক এলাকায় এন-১ সড়কে গত শুক্রবার ভয়াবহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশির জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল (৩৮), দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রাজু আহমেদ (৩৩), আনিসুল হক মিলন (৩৫), জায়লস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল (৩৫), সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার সন্তান নাজিম উদ্দিন নাহিদ (৮) এবং দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের আনিসুল হক মিলন (৩৫)।

সোমবার (২৭ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেফুর্ট জামে মসজিদ প্রাঙ্গনে “বেফুর্ট ওয়েস্ট মুসলিম কমিউনিটি এবং ইসলামিক ফোরাম অব আফ্রিকা” যৌথ ব্যবস্থাপনায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজের পূর্ব সমাবেশে আলোচনা রাখেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আলী আকবর, প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব,স্থানীয় মুসলিম কমিউনিটি নেতা আহমেদ আমীন, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন রুবেল, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন পোর্ট এলিজাবেথ অঞ্চল সভাপতি মোঃ আব্দুল্যাহ, অফিস সম্পাদক নাজিম উদ্দিন খায়রুল, দাওয়াহ সম্পাদক আবু জাহিদ সুজন, স্ট্রেকস্প্রীড অঞ্চল সমাজ কল্যাণ সম্পাদক জহির উদ্দিন দুলাল।

সার্বিক সহযোগিতা করেছেন, ব্লুম্ফন্টিন মাইন উদ্দিন, মো. ফারুক, কামরুল ইসলাম, মো. রাশেদ, মুনির হোসেন, শহীদ উল্যাহ, নুরুল আলম, মাহবুব ,বাবু, মো. রুবেল, মিলন মিয়া, মো. মামুন, সুজন মনা, মাসুদ আলম, জিসান, জিয়া উদ্দিন, ফখরুল ইসলাম, আবু তাহের প্রমুখ।

এদিকে ৮ বছর বয়সী নিহত নাদিম হোসেনকে বিফুর্টের স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। এবং নিহত আনিসুল হক মিলন সহ ৫ জনের মরদেহ ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশে নিহতদের পরিবারের কাছে পৌঁছানো হবে বলে জানান ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আলী আকবর।

উক্ত জানাযা নামাজে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী প্রবাসি বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া কামনা করা হয়।

আরও পড়ুন...