দখলবাজ-চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই: আমীর খসরু

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: রাজনীতিতে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপিতে দখলবাজ, চাঁদাবাজ, দূর্নীতবাজদের কোন ঠাঁই হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সংস্কৃতি,ভাষাভাষির বাংলাদেশ গড়তে সকলকে ইতিহাস ধারণ করতে হবে। তিনি সম্প্রীতির নতুন বাংলাদেশ গঠনে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানান।

তিনি বলেন, এখন আমরা সবাই মুক্ত দেশে বসবাস করি। কেউ আর বাড়িতে কলিং বেল বাজায় না। বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে কেউ মুক্ত বাতাসে স্বাধীন ভাবে চলাচল করতে পারেনি। এদেশকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল গঠনে সকলের সহায়তা চান প্রধান অতিথি। সাধারন মানুষের প্রত্যাশা কি, ভাষা বুঝতে হবে মন্তব্য করে জিয়াউর রহমানের আর্দশ ধারনের আহব্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে। বিএনপির একের পর এক কর্মসূচী পালন করে বীজ বপণ করেছিলো। সে ফল সরুপ সকলের আন্দোলনের কথা তুলে ধরেন। শেখ হাসিনার সরকারের করুণ পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে জানিয়ে তিনি বিগত সরকারের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে শ্রদ্ধা করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। একই সময় বিএনপি জাতে ক্ষমতায় আসতে না পারে সে লক্ষে আওয়ামীলীগের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে বন্যার্ত ৫ শতাধিক ক্ষতিগ্রস্তকে খাদ্য তুলে দেন প্রধানসহ আগতরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সভাপতি এস.এম জিলানী,সাধারন সম্পাদক রাজিব আহসান। সম্প্রীতি সমাবেশের শুরুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার স্বাগত বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মোহাম্মদ হোসেন বাবু,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ এতে মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,মৎসজীবি দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা এতে অংশ নেন।

এতে বক্তারা আরো বলেন,ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ২য় বারের মত বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করে এদেশ সকলের সম্প্রীতির বৈষম্যহীন দেশ বলে মন্তব্য করেন। এর আগে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে মিলিত হলে সম্প্রীতি সমাবেম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন...