মোএনামুল হক,মাটিরাঙ্গা প্রতিনিধি: শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় যামিনীপাড়া জোনের আওতাধীন এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের আর্থিক অনুদান, বেডসোর রোগীকে ড্রেসিং এর প্রয়োজনীয় সামগ্রী, বিছানাসহ ফলমূল প্রদান ও খেলোয়ারদের মাঝে খেলাধুলা সামগ্রী বাবদ আর্থিক অনুদান প্রদান করেছে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি।
গতকাল বুধবার (১ মার্চ ) জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এ সব সামগ্রী বাবদ নগদ অর্থ প্রদান করেছেন বলে জোন কমান্ডার কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় , যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর আওতাধিন ডাকবাংলা এলাকার বেডসোর রোগী মোঃ মাক্কু মিয়া(৬৫)-কে ১টি বিছানাসহ ড্রেসিং এর প্রয়োজনীয় সামগ্রী এবং বিভিন্ন প্রকার ফল (আঙ্গুর ও কমলা) প্রদান করা হয়েছে।
যামিনীপাড়া জোন ফুটবল একাদশ এর খেলোয়ারদের খেলার বুট ও ২০ জোড়া মোজা, ২ সেট ট্র্যাকস্যুট, ১৮ সেট জার্সি , ১৮ সেট হাফ প্যান্ট,৩ জোড়া কেডস , মোল্লা বাজার এলাকার স্থানীয় জনসাধারণ ও যুবকদের খেলাধূলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট ,গ্রীণ হিল কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পাওয়া পিতৃহারা মোছাঃ শাহিনা আক্তারকে লেখাপড়ার খরচ ও শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ ১৫ হাজার টাকা সহ সর্বমোট ৭১হাজার ,৪শত টাকা প্রদান করা হয়েছে।