নওগাঁয় ১৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

ইউনুস আলী ফাইম,নওগাঁ: নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার মোছা. হাফসা (২১) নামের এক গৃহবধূকে গত ১৯ দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৭ জুলাই সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী কবির আলম লিটন গত মঙ্গলবার নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। কবির আলম বলেন, ১৭ জুলাই সকাল ৯টার দোকানে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখেন, তাঁর স্ত্রী বাড়িতে নেই। তাঁদের ১২ মাসের ছেলে সন্তান সাজিদকে তাঁর ভাতিজা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। মাকে না পেয়ে তাঁর ছেলে কান্নাকাটি করছে। তাঁর স্ত্রীকে না পেয়ে তিনি তাঁর মুঠোফোনে বার বার কল দিলে রিং হলেও রিসিভ না হওয়ায় যোগাযোগ করতে পারেননি। এরপর শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজনের বাড়িসহ কোথাও তাঁকে পাওয়া যায়নি। গত তিন মাস ধরে হাফসা শারীরিক ও গত আট -দশ দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে কবির আলম দাবি করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূর স্বামী কবির আলম গত মঙ্গলবার থানায় একটি জিডি করেছেন। বিভিন্ন বিষয় মাথায় রেখে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন...