নওগাঁ জেলা জুরে এখন প্রত্যেকটি উপজেলার বাড়িতে, রাস্তার দ্বারে, শহরে ও জঙ্গলে থাক গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে জ্যৈষ্ঠের রসালো জাতীয় ফল কাঁঠাল। প্রবাদ আছে গাছে কাঁঠাল গোঁফে তেল জ্যৈষ্ঠ মাসে এ কথাটি আর কথার কথা থাকে না। ছবিটি নওগাঁ সদর উপজেলার ভবানিপুর গ্রাম থেকে তোলা। রোববার, ১৭ মে। ছবি : পিবিএ/ইউনুস আলী ফাহিম