‘নগরীতে কোনো বিলবোর্ড থাকবে না’ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এমন ঘোষনার পরও নগরীর বেশ কয়েকটি স্থানে দেখা মিলছে অবৈধ বিলবোর্ড। চসিকের সিদ্ধান্তকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বিলবোর্ড বসানোর কার্যক্রম পূনরায় শুরু করছে। ছবিটি চট্টগ্রামের দেওয়ানহাট ব্রিজ এলাকা থেকে তোলা। রোববার, ১০ মে। ছবি : পিব্মিএ/ফয়সাল এলাহী