পিবিএ, রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মাসহ সকল নদী দখল ও দূষণমুক্ত এবং নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে গ্রীন ভয়েস রাজবাড়ী জেলা শাখার সমন্বয়কারক আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, আমরা সৃজনশীল রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তরা , পদ্মাসহ সকল নদী দখল- দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করতে হবে বলে তারা বলেন।
পিবিএ/সিএস/হক