নরসিংদীতে খেলা ও মেলা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন

পিবিএ,নরসিংদী: নরসিংদীতে আঞ্চলিক এসএমই পণ্য মেলা সংক্রান্ত ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ উপলক্ষে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন আয়োজনে ও বেলা ১২টায় একই সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সংবাদ সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

এতে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) মো: আসসাদিকজামান, নরসিংদী সদর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার শাহ আলম মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি বাবু মাখন দাস, দৈনিক ইত্তেফাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি বাবু নিবারণ রায় সহ জেলা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোমবার ২ মার্চ থেকে সপ্তাহ ব্যাপি নরসিংদী আঞ্চলিক এসএমই মেলা সফলভাবে সম্পন্ন সফল করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনে আলোচনা করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এরপর দ্বিতীয় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, মানবিক গুনসম্পন্ন সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনের ক্রীড়া ও শরীরচর্চার কোন বিকল্প নাই। সুস্থ ক্রীড়া প্রতিযোগিতা একদিকে যেমন উন্নত মানবসম্পদ গঠন করে অপরদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের মত সামাজিক ব্যাধি নির্মূলে রাখে অনন্য ভূমিকা।

এই মূল মন্ত্র হৃদয়ে ধারণ করে জেলা প্রশাসন, নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর আয়োজন করেছে। ১ মার্চ রবিবার ৩ ঘটিকায় এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জনান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

পিবিএ/খন্দকার শাহিন/বিএইচ

আরও পড়ুন...