পিবিএ ডেস্ক : গতকালই ছিল আন্তর্জাতিক নারী দিবস। কয়েকদিন ধরে বিশ্বজুডে নারী অধিকার রক্ষা নিয়ে নানা ধরনের অনুষ্ঠান কর্মসূচি চলেছে। আর তারমধ্যেই গত বৃহস্পতিবার ষোলো বছরের এক নাবালিকাকে ভয়ংকর যৌন অত্যাচারের শিকার হতে হল ভারতের হায়দরাবাদে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গাঁধীনগর এলাকার এক নির্জন স্থানে কিশোরীটিকে ডেকে পাঠায় ১৯ বছর বয়স্ক ওই যুবক। তারপরে নাবালিকার উপরে যৌন অত্যাচার করে তার নগ্ন শরীরের নানা অংশ ব্লেড দিয়ে কেটে দেয় সে। কিশোরী যখন তাকে বার বার ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, সেই সময়ে ঘটনার ভিডিও করে রাখে ওই যুবক। শেষমেশ কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারাই।
গাঁধীনগর পুলিশের বক্তব্য, ওই কিশোরীর সঙ্গে যুবকটির বেশ কিছু দিন ধরে সম্পর্ক চলছে। এর আগেও একাধিকবার মেয়েটির উপরে যৌন নির্যাতন চালিয়েছে সে। সব ঘটনার ভিডিও করে রাখত সে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে যুবক। ঘটনার দিন সেই ভয় দেখিয়ে কিশোরীটিকে গাঁধীনগরে ডাকে সে।
পুলিশ জানায়, ঘটনার সময়ে অভিযুক্ত যুবক মাদক নিয়েছিল। মেয়েকে খুঁজে না পেয়ে কিশোরীর বাবা প্রথমে পুলিশের কাছে অপহরণের অভিযোগ করেন। পরে পুলিশ পকসো আইনের অধীনে ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। গাঁধীনগরে ভিন্ রাজ্যের প্রচুর পড়ুয়া থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বহুদিন ধরেই মাদকের রমরমা ব্যবসা চলছে।
পিবিএ/জিজি