নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা নিহত

পিবিএ, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

নিহত সোহেল মিয়া (২৫) ভোলাবো ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে তাওরা বাজার থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে নির্বিচারে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...