নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ক্রেন অপারেটর নিহত

rahim-steeel-dead-PBA

পিবিএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকায় অবস্থিত রহিম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ক্রেন অপারেটর সুরুজ মিয়া (৩৭) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিহত সুরুজ মিয়া মানিকগঞ্জের সদর থানার গাজীনবগ্রাম এলাকার আ. সাত্তারের ছেলে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার এসআই ছলিমুল হক যুগান্তরকে জানান, শুক্রবার রাতে মিলের ভাটায় (চুল্লি) ক্রেনের সাহায্যে স্ক্র্যাপ ঢালার সময় বয়লার বিস্ফোরিত হয়ে ক্রেনে আগুন লাগে।

এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ক্রেন অপারেটর সুরুজ মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই ছলিমুল হক।

পিবিএ/এফএস

আরও পড়ুন...

preload imagepreload image