জিনসহ ভুয়া নারী কবিরাজ গ্রেফতার

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং ইউনিয়নে এক ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার হরিপুর এলাকার গন্তব্যপুর গ্রামের মারজানা বেগম নামের এক কবিরাজসহ হাওয়া নামক ভুয়া জিন নারীকে আটক করা হয়। আটক নারী কবিরাজ ওই গ্রামেন মফিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, হাওয়া নামক এক জিনসহ আরো অনেক মহিলা জিনের সহায়তা নিয়ে মারজানা নামক এক ভুয়া নারী কবিরাজ সহজ সরল, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু মুসলমান নারীদেরকে কবিরাজির চিকিৎসার নামে প্রতারণা করে আসছে বছরের পর বছর। তাকে গ্রেফতার করার সময় অন্তত ৫০ থেকে ৬০ জন রোগী অপেক্ষমান ছিল। যাদের মাথা ব্যথা, সন্তান না হওয়া, সোনার হার চুরি উদ্ধার, বেপরোয়া স্বামী বশীকরণ, জমি সংক্রান্ত সমস্যা, দাম্পত্য কলহ ইত্যাদি সমস্যা দূর করে থাকেন বলে জানায় পুলিশ। রোগীরা জিনের উপঢৌকন হিসেবে আনে জিলাপি ও মিষ্টি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন পিবিএ’কে জানান, হাজীগঞ্জে আটক ভুয়া কবিরাজ দীর্ঘদিন ধরে মানুষের প্রতারণা করে আসছে। আটক মারাজানার শিক্ষাগত কোন যোগ্যতাই নেই। জটিলসব চিকিৎসা হিসেবে পানি পড়া তেলপড়া দিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। দিনে অন্তত ১৫০ থেকে ২০০ রোগী দেখেন। যার নেপথ্যে আছে তার স্বামী। নির্দিষ্ট সময়ে মারজানা তার ভৌতিক চেম্বারে প্রবেশ করলে মহিলা জিনরা তার উপর নাজিল হয়। তারপর যা করার জিনরাই করে। এসব ভুলতথ্য মানুষকে বুঝিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/শরীফুল ইসলাম/এমএসএম

আরও পড়ুন...