নিরাপদ সড়কের প্রচারণায় কুমিল্লা জেলা পুলিশ

পিবিএ,কুমিল্লা: কুমিল্লায় পুলিশ সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক কার্যক্রম বাস্তবায়নে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে ও সকল যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে রাস্তায় নেমেছে কুমিল্লা জেলা পুলিশ।

রবিবার দিনভর নগরীর কান্দিরপাড় এলাকায় চালকদের হাতে তাজা ফুল উপহার দিয়ে নিরাপদ সড়কের প্রচারণা করে জেলা পুলিশ। চালকদের মধ্যে বিতরণ করা হয় সচেতনামুলক লিফলেট ও স্টিকার।

কুমিল্লা জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ রবিবার ১২ টায় নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ‘নিরাপদ গাড়ি চালনা নিরাপদ জীবন’ স্টিকার গাড়িতে লাগানো ও চালককে ফুল দিয়ে বরন করা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। পুলিশ পরিদর্শক কামাল উদ্দিনসহ প্রমুখ।

পিবিএ/এমএইচ/জেডআই

আরও পড়ুন...