প্রমাণের অভাবে পুলিশ মামলাটির কার্যক্রম থামিয়ে দেয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রসিকিউটরদের কাছে পাঠানো হবে।
গত মে মাসে ব্রাজিলের মডেল নাজিলা ত্রিনদাদে নেইমারের বিরুদ্ধে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করার অভিযোগ আনলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ অস্বীকার করে নেইমার বলেছিলেন তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।
জুন মাসে ইন্সটাগ্রামে সাত মিনিটের একটি ভিডিও প্রকাশ করে পিএসজির তারকা ফরোয়ার্ড হোয়াটসঅ্যাপে ওই নারীর পাঠানো বার্তা ও কিছু ছবিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নেইমার বলেন যে ‘সত্যি কিছু ঘটেনি তা প্রমাণ করতেই’ তাকে সেগুলো জনসম্মুখে আনতে হয়।
এরপর নাজিলা ত্রিনদাদে এক টেলিভিশনে সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে কথা বলেন।
মামলাটি মূল্যায়ন করতে প্রসিকিউটররা ১৫ দিন সময় পাবেন। এরপর একজন বিচারক চূড়ান্ত রায় দেবেন।