নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ ভুলুর পক্ষ থেকে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ২২০ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এই এই ত্রাণ সামগ্রী পৌছে দেয়।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনের সঞ্জালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আবদুল আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন, মদিনা যুবদল সভাপতি সোহেল রানা, ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন ভূইয়া, বিএনপি নেতা কামরুল, বিএনপি নেতা আবু জাহের খানপুরী ও আবদুল ওহাব দুলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিমেল, জেলা যুবদল নেতা মো. হান্নান, যুবদল নেতা মিলন,স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস ও জেলা ছাত্রদল নেতা সাজ্জাদ উদ্দিন নাইম।
পিবিএ/বিএইচ