মোঃইব্রাহিম, পিবিএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে একরাতেই পল্লীবিদ্যুতের পাঁচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে উপজেলায় সপ্তম দফায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলো। এতে ২৫০টি পরিবার বিদ্যুতহীন হয়ে পড়েছে। সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় উপজেলার চরহাজারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুর রহমান ফারুক জানান, সোমবার দিবাগত রাতে ইউপির ৮নং ওয়ার্ডের মালেক মাস্টার বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১টি, ৫নং ওয়ার্ডের সুলতান লাকির বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১টি, আলম মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১টি, আরজু সরকারের বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১টি, আজিজ মিয়ার বাড়ি সংলগ্ন এলাকা থেকে ১টিসহ মোট ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এম এইচ এম মোহাম্মদ আরিফুল হক পিবিএকে জানান, চুরি ঘটনায় মামলা দায়ের করা হবে। এর আগে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/আই/এইচএইচ