নড়াইল-১ আসনে এমপি মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নড়াইল প্রতিনিধি:নড়াইল-১আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি কালিয়ায় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের ৫ হাজার নেতা-কর্মিদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। বৃহস্পতিবার কালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি নিজস্ব অর্থায়নে ওইসব উপহার সামগ্রী তুলে দিয়ে বিতরন কাজ শুরু করেছেন।

এসময় কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো. ফোরকান মোল্যা, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, কালিয়া উপজেলার উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩’শ জন মুক্তিযোদ্ধা এবং ৪ হাজার ৭’শ প্যাকেট ঈদ উপহার সামগ্রী আওয়ামী লীগ সভাপতিদের মাধ্যমে ওইসব ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মিদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ঈদ উপহার সামগ্রী বিতরন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর সাথে সংগ্রাম করতে সবাইকে তিনি ঘরে থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপহার সামগ্রী বিতরন করে সংসদ সদস্য কবিরুল হক মুক্তি লিখেছেন, ঈদ মানে আনন্দ বা খুশি। নতুন পোশাক পরিধান করে ঈদগাহ ময়দানে যাওয়া অনেক আনন্দের। তবে এ আনন্দ সাময়িক। বেঁচে থাকলে জীবনে এমন আনন্দ আবারো আসবে। আমরা জানি বর্তমান পরিস্থিতি তে জনসমাগম আমার আপনার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সেটা জেনেও আমরা শপিং মলে ভীড় করছি।

মনে করেন সরকার সকল ধরনের বিধিনিষেধ তুলে নিছে। কিন্তু আপনি নিজের জীবন কে কেন তুলে নিবেন? নিজে কে বাঁচাতে যথেষ্ট ভাবে সচেতনতা অবলম্বন করে চলবেন। আপনিও তো রাষ্ট্রের নাগরিক। আপনারও তো দায়িত্ব রয়েছে। মনে রাখবেন আপনি সরকারের কাছে একজন নাগরিক বা ব্যক্তি কিন্তু আপনার প্রিয়জনের কাছে আপনি তার পৃথিবী। সুতরাং নিজেকে এবং নিজের পরিবার কে বাঁচাতে এবার না হয় ঈদ উপলক্ষে শপিং করা থেকে বিরত থাকি।

তিনি আরও লিখেছেন, এই জনপদের একজন জনপ্রতিনিধি হয়ে রাষ্ট্রের এই ক্রান্তিলগ্নে প্রথম থেকেই একজন সেবক হিসাবে আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি। সুস্থ থেকে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পেরে সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। আপনাদের কথা দিয়েছিলাম আমার পরিবার যদি খেতে পারে আপনারা কেউ না খেয়ে থাকবেন না। কারণ আপনারা আমার আরেকটি পরিবার।

যে পরিবারের সাথে মিশে ছিলো আমার পূর্বপুরুষ এবং মিশে আছে আমার ব্যক্তি জীবনের ২৫ বছর। এবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পরিবারের মাঝে থাকছে ঈদের শুভেচ্ছা উপহার। নিজেকে এবং নিজের পরিবার কে বাঁচাতে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন।

উল্লেখ্য, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পক্ষ থেকে দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাব শুরু হলে তার নির্বাচিনী এলাকার (কালিয়া উপজেলা-সদরের একাংশ) দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, নিজস্ব মোবাইল নম্বর দিয়ে হটলাইন চালু করে দলীয় নেতা-কর্মিদের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়াসহ বিভিন্ন কার্যক্রম চালু রেখেছেন তিন বারের নির্বাচিত এই সংসদ সদস্য।

পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...