ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: স্মার্ট পঞ্চগড় জেলা বির্নিমানে পঞ্চগড়ে কৃষিপণ্য রপ্তানী সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকার কৃষিপণ্য রপ্তানির জন্য ২০% প্রণোদনা প্রদান করছে। কৃষি মন্ত্রণালয় হতে ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পূর্বাচলে একটি আ্যক্রিডিয়েটেড ল্যাবরেটরি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যায় সরকারের বিভিন্নমুখী উদ্যোগ, কৃষকের প্রচেষ্টা, কৃষিপণ্য রপ্তানিকারকগণের কার্যক্রম ও প্রক্রিয়াজাতকারী কোম্পানিসমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানির একটি নতুন দুয়ার খুলে যাবে। বাংলাদেশ অচিরেই কৃষিপণ্য রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। পঞ্চগড়ে উৎপাদিত কৃষি পণ্যের রপ্তানীর সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
সভায় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, জেলা পরিষদের প্রধান নিবার্হী সানিউল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. রিয়াজউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন বক্তব্য দেন।
বক্তারা জানান, পঞ্চগড়ে উৎপাদিত চা, আলু, টমেটো, মিস্টি কুমুড়া, মিস্টি আলু, মরিচ রপ্তানীর সুযোগ রয়েছে। গুণগত মানসম্পন্ন ও নিরাপদ সবজি ফল উৎপাদন, শ্যামপুরস্থ প্যাক হাউজের কার্যকর ব্যবহার, বিমানে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে স্পেস বৃদ্ধি, কৃষিপণ্যর জন্য বিমান বন্দরে পৃথক গেট ও স্ক্যানার মেশিন স্থাপন করা, বিমানবন্দরে বিএডিসির ক্লোড স্টোরেজের সক্ষমতা বৃদ্ধিকরণ, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা, কৃষিপণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি, পণ্য রপ্তানির জন্য প্যাকেজিং এর মান বৃদ্ধি, আলুর উন্নত জাতের সরবরাহ বৃদ্ধি, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তা বৃদ্ধি, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার তৈরি ইত্যাদি বিষয়ে সুপারিশ করেন বক্তারা।