পাঁচবিবিতে গরম পানিতে ঝলসানো চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির ট্যাংকি ফুটো হয়ে ঝলসে যাওয়া আহত আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনবি অটো রাইস মিলের স্বত্তাধিকারী শরিফুল ইসলাম বাবু।

উল্লেখ্য গত ১৬ তারিখ মঙ্গলবার দুপুরে উপজেলার এনবি অটো রাইস মিলে দূর্ঘটনায় ঐ শ্রমিক আহত হয় । আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনক বার্ণ ইউনিটে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় ২১ মে রোববার তার মৃত্যু হয়। আনিছুর উপজেলার রাধাবাড়ি মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আরও পড়ুন...