পাকুন্দিয়ায় রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পিবিএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রূপালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার হোসেন্দী কুমারপুর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রূপালী ব্যাংক লি.এর পরিচালক ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন(এফসিএমএ)।

উপজেলার বিভিন্ন এলাকার সাত শতাধিক শীতার্তকে উন্নতমানের এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান আকন্দ হামদু এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা নাজমুল কবীর আলমগীর এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক লি.এর পরিচালক ও বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, সাবেক ভিপি মোমতাজ উদ্দিন, চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান চুন্নু, ইউপি সদস্য রোমান, আল আমিন ও থানা যুবলীগ সদস্য বিল্লাল উদ্দিন প্রমুখ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...