পিবিএ,সাতক্ষীরাঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও ঔষধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আশিষ কুমার মন্ডল (১৭) ও মুকুন্দ কুমার মন্ডল (১৯) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা তালা উপজেলার শাকদহ গ্রামের বাসিন্দা।
শনিবার (২৮ মার্চ) রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাটকেলঘাটার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশিষ কুমার মন্ডল এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল মোটরসাইকেল যোগে পাটকেলঘাটার দিকে আসছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ঔষধবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এএম