পিবিএ,পাবনা: পাবনা শহরের রুপকথা সিনেমা হল গলি থেকে পৈলানপুর মোড় পর্যন্ত পৌরসভার রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পাবনা পৌরসভা।
বুধবার দুপুরে ২ ঘন্টা ব্যাপি এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম হাসান। এসময় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
অভিযানের বিষয়ে পৌর মেয়র কামরুল হাসান মিন্টু পিবিএকে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নতুন করে কেউ যাতে সরকারি সড়ক বা জায়গা দখল করে যানজট বা জনসাধারনের চলাচলে দির্ঘ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নিয়মিত তদারকি করা হবে। যাতে সড়ক বা ফুটপাতের উপর কোনো ধরনের অবৈধ দোকান বসতে দেয়া হবেনা বলেই উল্লেখ করেন মেয়র।
পিবিএ/এআই/হক