পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পিবিএ,পাবনা: জুয়েল রানা আকাশ নামে এক কলেজ ছাত্র দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (০৯ মে) দুপুরে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তির পর বিকেলে মারা যায়।

নিহত জুয়েল পাবনা শহরেত মন্ডলপাড়ার বাদিন্দা সুজন মিয়ার ছেলে। নিহত জুয়েল পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

নিহত জুয়েলের পরিবার জানায় , শনিবার সকাল দশটার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুয়েল রানা আকাশ। দুপুরের দিকে সাধুপাড়া স্লুইচ গেটের পাশের কলাবাগান থেকে ক্ষত বিক্ষত অবস্থায় অজ্ঞাত হিসেবে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।

থানায় মরদেহ রেখে পুলিশ তার পরিচয় সন্ধানে ফেসবুকে ছবি আপলোড করলে সন্ধ্যার পরে আকাশের পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি আকাশের বলে সনাক্ত করেন। নিহত আকাশ পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র বলে জানায় পরিবারের সদস্যরা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি পর্যন্ত তার পরিচয় মেলেনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করি। পরে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

ওসি আরো জানান, তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তদন্ত করে দেখা দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের পর জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
পিবিএ/নাহিদুজ্জামান/এএম

আরও পড়ুন...