পিবিএ,পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পৌরসদরে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় গনেশ চন্দ্র সাহা (৬০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার কাচারীপাড়া মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গনেশ পৌর এলাকার পিয়ারাখালী জামতলা মহল্লার মাঙ্গুনী চন্দ্র সাহার ছেলে। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন।
নবীর উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী পিবিএ’কে জানান, গনেশ অসুস্থ ছিলেন। দুপুরে কাচারীপাড়া মসজিদ মোড়ে হাটাহাটি করছিলেন তিনি। এ সময় ঈশ্বরদী পৌর সদর থেকে বাঘা অভিমুখে যাওয়া পেঁয়াজভর্তি নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নসিমনসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করে পিবিএ’কে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়নি।
এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।
পিবিএ/এইজে/হক