পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর


পিবিএ,পাবনা: পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার প্রথমদিনেই হামলার শিকার হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব প্রামাণিক। হামলাকারীরা তার গাড়ি ভাংচুরসহ পোস্টার পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গৌড়িগ্রাম বাজাওে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রার্থী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব প্রামাণিক (ঘোড়া প্রতিক) শুক্রবার বিকেলে উপজেলার গৌড়িগ্রাম বাজারে গণসংযোগে যান। এ সময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে মাইক্রোবাস ভাংচুর করে।

চেয়ারম্যান প্রার্থী আবু তালেব প্রামাণিক বলেন, ঘোড়া মার্কা প্রতীক পেয়ে শুক্রবার গৌড়িগ্রাম বাজারে নির্বাচনী গণসংযোগে গেলে আ’লীগ দলীয় প্রার্থীর আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা তার মাইক্রোবাসটি ভাংচুর করে ও পোস্টার পুড়িয়ে দেয়। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক সানাকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, কে বা কারা অপরপক্ষের গাড়ী ভাংচুর করেছে তা তিনি জানেন না। তার আত্মীয়স্বজন বা দলীয় নেতাকর্মীরা এর সাথে জড়িত নন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাি (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এমইজে/এমএসএম

আরও পড়ুন...