পাবনা জেলার ঈশ্বরদীতে এবার বেগুনের ফলন ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন চাষীরা। বিক্রির পর উৎপাদন খরচ নিয়েও রয়েছে শঙ্কা। এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চাষীরা। করোনাভাইরাসের জন্য সরকারের অঘোষিত লকডাউনে চরম বিপাকে সবজি চাষিরা । বেগুনের ভালো দাম পাওয়ার আশায় যত্ন নিচ্ছে নিয়মিত বেগুন চাষীরা। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী মাঠ থেকে তোলা। শনিবার, ১৬ মে। ছবি : পিবিএ/তুহিন হোসেন

আরও পড়ুন...