বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনু‌ষ্ঠিত

পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার বিকেলে পীরগঞ্জ সরকা‌রি উচ্চ বিদ‌্যালয় মাঠে ওই ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) খেলা মাদারগঞ্জ সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়কে ০-১ গো‌লে পরা‌জিত করে চ‌্যাম্প‌িয়ন হয় আরাজীগঙ্গারামপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়। অপর বঙ্গমাতা গোল্ডকাপ বা‌লিকা খেলায় খেজমতপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়কে ট্রাইবেকারে ২-৪ গোলে হা‌রিয়ে চ‌্যা‌ম্পিয়ন হয় আরাজীগঙ্গারামপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপ‌তিত্বে খেলা শেষে প্রধান অ‌তি‌থি হিসেবে চ‌্যা‌ম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সাবেক সংসদ সদস‌্য পীরগঞ্জ উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মন্ডল।‌ বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তা‌জিমুল ইসলাম শামীম, উপজেলা প‌রিষদের ভাইস-‌চেয়ারম‌্যান শ‌ফিউর রহমান মন্ডল মিলন, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রওশন আরা আলম রীনা, ও‌সি আব্দুল আউয়াল, প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা র‌ফিকুজ্জামান, টুকু‌রিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আতাউর রহমান মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধা‌রন সম্পাদক আ‌সিয়ার রহসান মাস্টার, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলন প্রমুখ। উল্লেখ‌্য উপজেলার ২৩৬‌টি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের বালক ও বা‌লিকা দল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করে।

আরও পড়ুন...