পুঁইশাক বেশ জনপ্রিয় একটি শাক। এর রয়েছে অনেক গুণ। গাঢ় সবুজ রঙের এই শাকে রয়েছে বেশ উপকারিতা। দেশ জুড়ে পুইশাকের রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছেই প্রিয়। পুইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আশ , যা কোষ্ঠকাঠিন্য দূর করে , দেহের বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণে সাহায্য করে। পাবনাতে এবার পুঁইশাকের ব্যাপক আবাদ হয়েছে। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী থেকে তোলা। রোববার, ১৭ মে। ছবি : পিবিএ/তুহিন হোসেন

আরও পড়ুন...