প্রতিবার বাচ্চা হয়ে মারা যাওয়ার ক্ষোভে বিষপানে যুবকের আত্মহত্যা

পিবিএ,চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে তিনবার বাচ্চা হয়ে মারা যাওয়ার ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে মোহাম্মদ আলী (২৬) নামের এক যুবক। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের পূর্ব পাড়ার আবদুল কাদেরের ছেলে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। মোহাম্মদ আলী পিকআপ চালিয়ে সংসার পরিচালনা করতো।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী চার বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে তিনবার বাচ্চা জন্মগ্রহন করে মারা যায়। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় বাকবিতন্ডার ঘটনা ঘটতো। সোমবার রাতে পরিবারের সদস্যদের সাথে মোহাম্মদ আলীর ঝগড়া হয়। এ অভিমানে সবার অগোচরে সে বাড়ির পাশে ফসলি ক্ষেতে মাচার উপর বিষপানে আত্মহত্যা করে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।

পিবিএ/এমদাদ উল্যাহ/বিএইচ

আরও পড়ুন...