ফুলবাড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এনামুল হক সরকার।

এতে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার প্রমুখ।

এতে উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...