বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর-নাটাবাড়ি সড়কের মানাস নদীর উপর সেতু না থাকায় সৃষ্টি হয়েছে নানা ভোগান্তি। শিক্ষার্থীদের চলাচল ব্যবস্থাসহ কৃষিতেও পিছিয়ে রয়েছে বর্ষা কবলিত এ অঞ্চল। এ যেন দুর্ভোগের আরেক নাম মানাস নদী। বুধবার, ৩ মে। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন।