বগুড়ার পোড়াদহ মেলায় ৮২ কেজি ওজনের মাছের দাম লাখ টাকা

BOGRA puradaho mela-PBA 02

পিবিএ, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকার গাড়ীদহ নদীর পূর্বপাশে প্রায় দুইশত বছরের পোড়াদহ মেলায় উঠেছে ৮২ কেজি ওজনের বাঘাইড় মাছ। আজ বুধবার দুপুরে মাছটি ১৫০০ টাকা কেজি করে কেটে বিক্রি করা হয়। মাছটি সিরাজগঞ্জ জেলার আব্দুস সামাদ নিয়ে আসেন বিক্রির জন্য। তিনি যমুনা নদী থেকে মাছটি ধরেছিল বলে জানান। প্রতি বছরের ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলায় বোয়াল ১৬ কেজি, কাতল ১০ কেজিসহ বিভিন্ন আকারের মাছ মেলায় দেখা যায়। এছাড়া এ মেলায় কাঠের বিভিন্ন আসবাবপত্র বিক্রি হয়ে থাকে কয়েক লাখ টাকার। শত শত বছরের মেলাটি সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলী, শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলাসহ ৭টি উপজেলার শত শত মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। মেলায় জামাই বরণে নতুন পোষাক দেয়া হয়। এলাকায় জামাই মিষ্টি হিসেবে পরিচিতি পেয়ে আসছে এক কেজি ওজনের ‘মাছ মিষ্টি’। মুখোরোচক খাবার, শাড়ী, মেয়েদের ইমিটেশন নানা গহনা বিক্রি হয়।

পিবিএিএইচএ/জিজি

আরও পড়ুন...