পিবিএ,বগুড়া: দেশে করোনা ভাইরাস মহামারী রুপ নেওয়ায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় একজন পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫জন ব্যক্তি, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ মহোদয় বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করেন। এরপর থেকে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয় সামাজিক সচেতনামূলক পদক্ষেপসহ অসহায় হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া পরবিারের মাঝে জেলা পুলিশের উদ্যেগে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা করোনা ভাইরাসে প্রতিরোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আইন শৃঙ্খলার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার জন্য বগুড়া জেলার জনসাধারণ পুলিশ সুপার মহোদয়কে মানবিক পুলিশ সুপার হিসাবে আখ্যায়িত করেছেন।
সেই মানবিক পুলিশ সুপার মহোদয় বিভিন্ন এলাকার করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ৭জন রোগীকে জেলা পুলিশের উপহার সামগ্রী পাঠিয়েছেন। মঙ্গলবার বিকালে মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) এর উদ্যোগে তাদের কাছে বিভিন্ন রকমের মৌসুমী ফল ঝুড়িতে করে পৌছে দেয়া হয়েছে।
পিবিএ/জিএম মিজান/বিএইচ