পিবিএ,বগুড়া: বগুড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর থানার নন্দীপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মিনহাজুল ইসলাম (৩০) এবং একই জেলা ও উপজেলার সাতকুরি গ্রামের মৃত মকবুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (৪২) শুক্রবার দিবাগত রাত ৮টার সময় শহরের চারমাথা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, এবং দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় রাখা অবৈধ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম, এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনা বেচা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/জিএম মিজান/বিএইচ