পিবিএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বায়োকেমিস্ট্রি বিভাগের ভীতরে ক্লাসরুম নিয়ে বাক বিতন্ডতার ঘটনা ঘটে।সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেনের দাবি কয়েকদিন ধরেই বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জোরপূর্বক ২৬০৬ নম্বর রুম দখল করার চেষ্টা করেন এবং তারা বায়োকেমিস্ট্রির শিক্ষকের নির্দেশে পোস্টার লাগান।তাছাড়া তারা(বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী) আমার সহপাঠী আহাদুল ইসলাম অরিককে রুমে ডেকে নিয়ে পোস্টার উঠিয়ে ফেলার দোষারোপ করেন।সেটি অস্বীকার জানালে বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং লাঞ্ছনার ঘটনা ঘটে।সেইসাথে আমাদের উপর উচ্চস্বরে ও আঙুল তুলে কথা বলেন তারা। মঙ্গলবার (৩ই মার্চ) একাডেমিক-২ ভবনের ৬ষ্ঠ তলায় সাংবাদিকতা বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়, গত ৩০জুলাই ২০১৯তারিখে সাবেক ট্রেজারার(সাবেক দায়িত্বপ্রাপ্ত ভিসি) এর উপস্থিতিতে একটি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক ২৬০৬ নম্বর রুমটি তিনটি পার্টিশন করে কলা ও মানবিক অনুষদ,কোস্টাল স্ট্যাডিস এন্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট ও বায়োকেমিস্ট্রি বিভাগ ব্যবহার করতে পারবেন।রুমটি নির্ধারিত কাউকে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন বলেন, আমি অবগত হয়েছি ছাত্ররা বাক-বিতন্ডতায় লিপ্ত ছিলো।এজন্য আমি সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলেছি যাতে বিষয়টি সমঝোতায় আসে।তিনি আরো বলেন,আমরা রুমটিতে বার বার পোস্টার লাগানো সত্ত্বেও কে বা কারা পোস্টারটি ছিড়ে ফেলেছে যেটি দুঃখজনক।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা জানান,আমাদের কোন ক্লাস রুম নেই।আমরা প্রথম থেকেই বিভিন্ন জায়গায় ক্লাস করেছি এমনকি টিএসসিতেও ক্লাস করেছি।আমাদের বিভাগ অনুযায়ী অবশ্যই একটি ল্যাব থাকা প্রয়োজন সেটিও আমাদের নেই।ল্যাব না থাকাই শিক্ষকেরা ল্যাব রিলেটেড কোর্সের ক্লাসটি নিতে পারছেননা ফলে সেশনজটের আশংখা দেখা দিচ্ছে।অথচ, একই সালে বায়োকেমিস্ট্রি ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হলেও সবদিক দিয়ে সুবিধা পাচ্ছে বায়োকেমিস্ট্রি বিভাগ যেটা আমাদের বোধগম্য হয়না। আমরা চাই অসমঞ্জস্য দুর করে আমাদের পর্যাপ্ত ক্লাস রুম ও ল্যাবের ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য, বিভাগ দুটি একই সাথে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হলেও বায়োকেমিস্ট্রি বিভাগের রুম সংখ্যা ৬টি যেখানে একটিতে ল্যাব আছে।অপরদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস রুম মাত্র তিনটি এবং নিজস্ব কোন ক্লাস রুম নেই ও ল্যাব নেই।
পিবিএ/জেডআই