বাঙ্গালীর শত বছরের পুরনো মাটি দিয়ে তৈরি সব শিল্প কর্মকেই মৃৎশিল্প বলা হয়। আধুনিকতার ফলে বর্তমানে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের তৈরি হাঁড়ি-পাতিল, বাসন-কুসন বেশি চোখে পড়ে না। দাম খুব কম পেলেও জীবন-জীবিকার তাগিদে অনেকেই এখনো এই পেশায় নিয়োজিত। ছবিটি ঢাকার নবাবগঞ্জ থেকে তোলা। বুধবার, ২৫ মার্চ। ছবি : পিবিএ