বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, একদিন পর মরদেহ উদ্ধার

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কবির হোসেন (৩৩) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার একদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কামরুল নামে একজনকে সন্দেহ করা হয়েছে। তবে তিনি ঘটনার পর শনিবার রাতে বিদেশে পাড়ি দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল রোববার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগবাড়ী এলাকার সেতুর নিচ থেকে স্থানীয় জেলেরা ডুবিয়ে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির ধানগড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। নিহতের পিতা দুলাল হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় কবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে ঘরে না ফেরায় পরদিন রোববার বিকেলে নাগবাড়ী সেতু পাশে স্থানীয়রা কবিরের মোটরসাইকেল পানিতে ভাসতে দেখতে পায়। পরে স্থানীয় জেলেদের মাধ্যমে ডুবিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির জানান, এজাহারে পরকিয়া জেরে কামরুলকে সন্দেহ করা হয়েছে। অজ্ঞাতনামাদের নামে নিহত কবিরের মা কমলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন...