আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের ক্রিকেটের এ ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ মাঠে গড়ানোর আগে আজ (রোববার) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবেন।
তবে বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। একইভাবে ড্রাফট ছাড়া বিদেশি ক্রিকেটার দলে নেয়ার ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।
রংপুর রাইডার্স
রিটেইন স্থানীয়: নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও হাসান মাহমুদ।
বিদেশি: নিকোলাস পুরান ও আজমতউল্লাহ ওমরজাই।
সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: সাকিব আল হাসান।
সরাসরি যে সব বিদেশি যোগ দিয়েছেন: বাবর আজম, ইনসানউল্লাহ (পাকিস্তান), মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।
সিলেট স্ট্রাইকার্স
রিটেইন: মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান, তানজিম সাকিব।
সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত।
খুলনা টাইগার্স
রিটেইন: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: এনামুল হক বিজয়।
সরাসরি দলে নেয়া বিদেশি ক্রিকেটার: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান) ও ধনঞ্জয় ডি সিলভা (শ্রীলংকা)।
ফরচুন বরিশাল
রিটেইন: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ও সৈয়দ খালেদ আহমেদ।
বিদেশি ক্রিকেটার: ইব্রাহিম জাদরান।
সরাসরি যোগ দেয়া ক্রিকেটার: শোয়েব মালিক, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি (পকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন: শুভাগত হোম, জিয়াউর রহমান, নাহিদুজ্জামান।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
সরাসরি দলে যোগ দেয়া: শহিদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টেরিয়ান্স
রিটেইন: লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।
বিদেশী ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান ), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)।
সরাসরি দলে যোগ দেয়া স্থানীয় ক্রিকেটার: তাওহীদ হৃদয়।
সরাসরি স্বাক্ষর করা বিদেশি: মঈন আলি (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, নাসিম শাহ (পাকিস্তান), রশিদ খান ও নুর আহমেদ (আফগানিস্তান)।
দুরন্ত ঢাকা
রিটেইন: তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
সরাসরি সাইন করা স্থানীয় ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন সৈকত ।
এর আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে রেখেছে বিসিবি। ক্যাটাগরি ‘এ’-তে আছেন মোট ১৮ জন ক্রিকেটার।
এই তালিকায় শ্রীলংকান ক্রিকেটারদের সংখ্যায় বেশি। ক্যাটাগরি ‘বি’-তে আছেন ১৬ জন ক্রিকেটার। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন। ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’-তে জায়গা হয়েছে যথাক্রমে ৯৭ জন ও ২৫৫ জন ক্রিকেটারের।
এবারের প্লেয়ার্স ড্রাফটে সাতটি ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন মুশফিকুর রহিম। তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা।
চার জন ক্রিকেটার আছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার।
১৮ জন ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। এই তালিকার খেলোয়াড়রা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ।
২০ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রদের। এই ক্যাটাগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ।
সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটাগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা।
‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটাগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার৷ এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।