ভাইরাল হলো অ্যামি’র ছবি!

amy

পিবিএ ডেস্ক : পরিচয়ে ব্রিটিশ মডেল, কিন্তু অভিনয়ের হাতেখড়ি ভারতে। তিনি অ্যামি জ্য়াকসন। তেলেগু পরিচালক বিজয়ের ‘মধ্যরাপত্তিননাম’ -এর মাধ্য়মে তিনি অভিষেক হয়েছিল তার। এছাড়াও বেশ কয়েকটি তামিল ছবিতে তাকে দেখা গিয়েছে।

অ্যামির বেশ কয়েকটি প্লাস পয়েন্ট আছে। খোলামেলা চরিত্রে অভিনয় করতে বা বিকিনি পরতে তার কোনও সমস্যা নেই। এছাড়াও তিনি বেশ সাবলীল। খেলাধুলোতেও পারদর্শী। সম্প্রতি তার বেশ কয়েকটি সাহসী ফটো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তার সাহসী সেসব ছবি হাজার তরুণের রাতের ঘুম হারাম করে ছেড়েছে সেটা বলা যায় চোখ বন্ধ করে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image