ভাতিজাকে এক বছর ধরে ধর্ষণ করেছে চাচী!

Child-Abuse

পিবিএ ডেস্ক : নয় বছরের এক বালককে ধর্ষণের অভিযোগ উঠল ভারতের ৩৬ বছরের এক নারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেরালার মালাপ্পুরমের থেনহিপাল্লম থানার পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসে গত সপ্তাহে। ছেলেটি স্থানীয় এক ডাক্তারের কাছে বিষয়টি জানালে তিনি চাইল্ড লাইন কর্তৃপক্ষকে খবর দেন। চাইল্ড লাইন শিশুটির সাক্ষ্য রেকর্ড করে পুলিশে খবর দেয়।

চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে যৌন নিগ্রহের শিকার হয়েছে শিশুটি। কো-অর্ডিনেটর আনোয়ার কারাক্কাদান জানিয়েছেন, ‘কয়েক মাস ধরে এক নারী ছেলেটির উপর যৌন নিগ্রহ চালিয়েছে এটা আমরা নিশ্চিত। এর প্রভাব পড়েছে শিশুটির মানসিক স্বাস্থ্যে। অভিযুক্ত ছেলেটির চাচী এবং সে পাশের বাড়িতেই থাকে।’

পুলিশ জানিয়েছে, দুই পরিবারে মধ্যে কিছু সমস্যা রয়েছে বলে তথ্র পেয়েছেন তারা। তার জেরেই এই অপরাধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকেও খুব শিগগিরই জেরা করা হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image