ভাষা সৈনিক জলিল আর নেই

vasa-soinik-jolil

ভাষা সৈনিক আবদুল জলিল

পিবিএ,ঢাকা : সাপ্তাহিক লাকসামের প্রকাশক ও সম্পাদক ভাষা সৈনিক আবদুল জলিল আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লাকসামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল জলিলের পরিবারিক সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ বাদ মাগরিব লাকসাম উত্তর বাজার জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা ও উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানা গেছে। ভাষা সৈনিক আবদুল জলিল ১৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ১৯৩৬ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল জলিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মাতৃভাষার প্রতি ভালোবাসার কারণে যোগদান করেছিলেন ভাষা আন্দোলনে। দক্ষিণ কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। তার লেখা নাটক ‘খুনে লাল বাংলা’ প্রকাশিত হয়েছে। তিনি ‘বৃহত্তর লাকসাম ও কুমিল্লা সংক্ষিপ্ত অধ্যায়’সহ জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, ওগো বঙ্গবন্ধু, সাগর তীরে কেওড়াবনে, পীর মুর্শিদের বাংলাদেশসহ বেশ কয়েকটি বই লিখেছেন।

১৯৫৮ সালে তার প্রতিষ্ঠিত ‘লাকসাম লেখক সংঘ’র মাধ্যমে তিনি সৃজনশীল লেখক, সাহিত্যিক ও সাংবাদিক তৈরির প্রচেষ্টা চালান।

পিবিএ/ইএইচকে/জিজি

আরও পড়ুন...