পিবিএ ডেস্ক : বোনের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত ছিলেন ইসরায়েলের ২১ বছন বয়সী আয়া মাসারউই। বোন হঠাৎ শুনতে পান বোনের আর্ত চিৎকার। ফোনটা পড়ে যাওয়ার শব্দও কানে আসে। সে মুহূর্তে আর দেখতে পাননি কিছু। কথা বলারও সুযোগ হয়নি। বরং অন্য কয়েক জনের গলা শুনতে পান বোন। তবে তারা কারা, বুঝতে পারেননি। গত মঙ্গলবার রাত এগারোটায় এই ঘটনা ঘটে। বুধবার সকালে পোলারিস শপিং সেন্টারের পার্কিং এলাকা থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। বৃহস্পতিবার ওই তরুণীকে আয়া মাসারউই বলে শনাক্ত করা হয়।
গত ছয় মাস ধরে মেলবোর্ন ছিল তার ঠিকানা। অস্ট্রেলিয়ার লাট্রোব বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে এসেছিলেন ইসরায়েল থেকে। মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান দেখে ক্যাম্পাস থেকে বাসার দিকে ফিরছিলেন তিনি। ক্যাম্পাসটি ওই শপিং সেন্টারের কাছেই। পুলিশের ধারণা, সেই সময়ে আয়াকে অনুসরণ করছিল কেউ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীর খোঁজ চালানো হচ্ছে। সেই রাতে মাসারউইয়ের সঙ্গে যাদের দেখা হয়েছে, কথা বলা হচ্ছে তাদের সঙ্গেও। তরুণীর দেহের একশো মিটারের মধ্যে একটি ধূসর রঙের টি শার্ট, কালো টুপি পড়া একজন ছিল। পুলিশের ধারণা, এই ব্যক্তিই হামলাকারী। তার ছবিও প্রকাশ করেছে তারা। তবে ঠিক কী কারণে মাসারউইয়ের উপরে আক্রমণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নিহত তরুণীর পরিবার গোটা ঘটনায় বাকরুদ্ধ।
পিবিএ/জিজি