পিবিএ,ভূঞাপুর: ‘সাহসিকতার সাথে-সাত পেরিয়ে আটে’ এই শেগ্লান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার ৮বর্ষ পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মো. মামুন সরকারের উদ্যোগে ভূঞাপুর প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, থানা কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রমাণিক, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল ও মো. আতোয়ার রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া, কার্যকরী সদস্য জুলিয়া পারভেজ, মো. মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার, খায়রুর খন্দকার, মাহমুদুল হাসান, মুহাইমিলুল ইসলাম হৃদয়, আলমগী তৌফিকুর রহমান মানিক, মো. নাসির উদ্দিন প্রমুখসহ প্রেসক্লাবের সদস্যরা।
পিবিএ/সৈয়দ সরোয়ার সাদী/বিএইচ