পিবিএ,ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিনামূল্যে সার প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগী প্রায় ৩ হাজার কৃষককে পযার্য়ক্রমে জন প্রতি নয় কেজি করে ইউরিয়া, টিএসপি, এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, মূখ্য পরিদর্শক আব্দুল কাদের সরকার, ওসি মুহাঃ আতিয়ার রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া সহ ইউথপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
পিবিএ/শাসমুজ্জোহা সুজন/বিএইচ